ব্রাহ্মণবাড়িয়া সদরের ১০ইউনিয়নে ৭৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

ব্রাহ্মণবাড়িয়া, 10 December 2021, 406 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের আগামী ০৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ ০৯ ডিসেম্বর বৃহস্পতিবার। এই ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগ, জাতীয়পার্টি ও ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী সহ ৭৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪২৬জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৩জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাছিহাতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও ইসলামি আন্দোলনের মনোনীত সহ ৫জন মনোনয়ন জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ৪৯জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

বাসুদেব ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও ইসলামি আন্দোলনের মনোনীত সহ ৬জন মনোনয়ন দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ৪০জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন মনোনয়ন পত্র দাখিল করেন।

সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, ইসলামি আন্দোলন ও জাতীয়পার্টির প্রার্থী সহ ৬জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ৩৯জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন মনোনয়ন পত্র দাখিল করেন।

সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থীসহ ৭জন মনোনয়ন দাখিল করেন। সাধারণ সদস্য পদে ৪৪জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন মনোনয়ন দাখিল করেছেন।
বুধল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী সহ ১২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ৪৮জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নাটাই উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, ইসলামি আন্দোলন ও জাতীয়পার্টি মনোনীত প্রার্থী সহ ১০জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ৫৮জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪জন মনোনয়ন জিমা দিয়েছেন।

তালশহর (পূর্ব) ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী সহ ৯জন মনোনয়ন দাখিল করেন। সাধারণ সদস্য পদে ৩৯জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রামরাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জাতীয়পার্টি মনোনীত প্রার্থী সহ ৪জন মনোনয়ন জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ৪২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সাদেকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ ৬জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাধারণ সদস্য পদে ২৮জন ও সংরক্ষিত নারী সদস্য ১১জন মনোনয়ন দাখিল করেন।
মজলিসপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ ৮জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই ইউপিতে সাধারণ সদস্য পদে ৩৯জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন মনোনয়ন পত্র দাখিল করেছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাননাত জাহান বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর প্রার্থীদের যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে যেসব প্রার্থী বাতিল হবেন তারা আগামী ১৩-১৫ ডিসেম্বরের ভেতরে আপিল করতে পারবেন। আপিলের নিস্পত্তি ১৮ ডিসেম্বর করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর ও ২০ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়ার পর প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। -(সরোদ)