জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগরের পৃথক অভিযানে জোড়া খুনের মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও ওই ইউনিয়নের গৌরনগর গ্রামের মিজান সর্দার হত্যা মামলায় ১নং আসামী কাউছার মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে ভোররাতে পৃথক অভিযানে কৃষ্ণনগর ইউনিয়নের বাজার সংগল্ন নিজ বাড়ি থেকে চেয়ারম্যান জিল্লুর ও গৌরনগর গ্রাম থেকে পলাতক আসামী কাউছার মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, পৃথক অভিযানে কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের জোড়া খুনের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান এবং ঐ গ্রামের মিজান সর্দার হত্যার পলাতক ১ নং পলাতক আসামী কাউছার মোল্লাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।