কসবায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 9 December 2021, 390 বার পড়া হয়েছে,
শেখ মো. কামাল উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ চত্ত¡রে সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্য সামনে রেখে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভুইয়া। রামপুর উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আক্কাছের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানী, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রুমানুল ফেরদৌসী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, কসবা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা শাহীন সুলতানা, কসবা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল্লাহ, কসবা থানা পরিদর্শক (ওসি তদন্ত) মো. হাবিবুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।