শেখ মো. কামাল উদ্দিন : সেবা গ্রহীতাদের সরকারের কল্যাণমুখি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে কসবা উপজেলা বিনাউটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান এনডিসি এ কথা বলেন। তিনি সরকারের টেকসই উন্নয়ন অর্জনে নিরলসভাবে কাজ করাসহ দক্ষতা ও জনগণের সঠিক কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি এর পূর্বে মুজিব শতবর্ষ উপলক্ষে কসবা উপজেলার মনকাশাইর নামক স্থানে ৫ শতাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবার পূণর্বাসনের নিমিত্ত প্রস্তুতকৃত গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূঞা, কসবা পৌরসভা মেয়র মো. গোলাম হাক্কানী, বিনাউটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর ম্ুিক্তযোদ্ধা মো. শহীদুল হক, বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন প্রমুখ।
সভায় উপজেলার মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ও প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন। এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।