বারো কোটি জনতার তের কোটি দেবতা

সাহিত্য, 4 December 2021, 383 বার পড়া হয়েছে,
বারো কোটি জনতার তের কোটি দেবতা
আজীজা সোপান
বারো কোটি জনতার তের কোটি দেবতা
হতাশ হয়ে দেবলায়ে গমন
প্রধান দ্বার হাসিয়া কহে
বারো কোটি ইবলিশের দেবতা লাগে না
দেবালয়ে বিশ্রাম নাও এখন।
তের কোটি দেবতা চেয়ে থাকে
প্রধানের পানে।
পশুকূল সব আরজি করেছিল
সৃষ্টি কর্তার কাছে
বিবেকহীন বোবা কেন
আমাদের বানালে।
সব কিছু ডেলে সাজিয়ছো তুমি
মনুষ্য জাতিকে
এমন ছন্নছাড়া জীবন
কেন দিয়েছো পশুকূলকে।
সৃষ্টি কর্তা সান্তনা দেয় পশুদের
মানুষ রুপে বিরাজ একদিন
পৃথিবীতে পশুকূলই  করবে।
দেবতা প্রধান হাসিয়া কহে
চেয়ে দেখ সৃষ্টি কর্তার খেলা
পশুরা আজ চড়িয়া বেড়ায়
মানুষরুপে পৃথিবীর ভূমিতে৷