গ্রীন ব্রাহ্মণবাড়িয়া’র ফুল-ফলের বৃক্ষ বিতরণ 

ব্রাহ্মণবাড়িয়া, 3 December 2021, 482 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : সময় আর চাহিদার সাথে পাল্লা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ বাগান। নানা জাতের ফুল আর বিভিন্ন ফলমূল চারা দিয়ে বসতবাড়ির আঙিনার পাশাপাশি অনাবাদি ও পতিত জমিতেও এই বাগান গড়ে তোলা হচ্ছে।

বাড়ির ছাদ ও আঙিনার খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফুলগাছ সহ বিভিন্ন প্রকার ফল গাছ শোভা পাচ্ছে। পরিবারের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে  এই ‘পারিবারিক ছাদ বাগান’ থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার অবকাশে (ফারুকী পার্কে), ‘গ্রীন ব্রাহ্মণবাড়িয়া’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে তাদের বিভিন্ন সদস্য-সদস্যাদের মাঝে শতাধিক ফুল-ফল ও শাক-সবজীর চারাগাছ বিতরণ করছেন বাগান প্রেমী কোহিনূর আক্তার প্রিয়া, গোলাপ রহমান, জহিরুল হক হিরা, জাবেদ ওমর, আশরাফুল, ফাহমিদা নূর, জানে আলম, তাসনুবা কাইয়ূম জ্যােতি, তনুশ্রী ভৌমিক।