ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন এর কার্যকরী কমিটি অনুমোদিত

ব্রাহ্মণবাড়িয়া, 29 November 2021, 412 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের  (রেজি: নং-মৌল-০৩১) কার্যকরী কমিটি অনুমোদিত stanozolol cycle হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস মোহাম্মদ নাহিদুল ইসলাম এর স্বাক্ষরে এ কমিটি অনুমোদন লাভ করে।
কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয়, কার্যকরী সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান খান ও জহির রায়হান। গতকাল সোমবার বিকালে এ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় কমিটির সকল সদস্য উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন।
সভায় বক্তাগণ ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে সার্বিক সহযোগিতা করায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আন্তরিক ধন্যবাদ জানান। সভায় দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক ইউনিয়নে অন্তর্ভুক্ত সকল সদস্যদের নিয়ে সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠানেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাংবাদিকদের অধিকার আদায় ও কল্যাণে নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।