ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ২টি জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। রোববার সকালে থেকে বিকেল পর্যন্ত চলে ভোট গ্রহণ।
প্রাপ্ত ফলাফলে জানা যায়, সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা ২টিতে, একটিতে জাতীয় পার্টি ও বাকী ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী অরুয়াইল ইউনিয়নে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মোশারফ হোসেন ভূইয়া লাঙ্গল প্রতিকে ৭২৪৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম নৌকা প্রতিকে পেয়েছেন ৪হাজার ৫৪৩ ভোট।
চুন্টা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির আনারস প্রতিকে ৬হাজার ৬৬১ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ হাবিবুর রহমান নৌকা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ২০১ভোট।
পাকশিমুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাউসার হোসেন আনারস প্রতিকে ৭হাজার ৬১৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম নৌকা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৫৩৮ ভোট।
পানিশ্বর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল প্রতিকে ৮হাজার ২১৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দ্বীন ইসলাম নৌকা প্রতিকে পেয়েছেন ৭হাজার ৭৯১ ভোট।