ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ইউপি নির্বাচনে কাফনের কাপড় গলায় ঝুলিয়ে নির্বাচনী প্রচারণা চালানো সেই বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাহান আলী ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।বড়গ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান সিদ্দিককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।
প্রতিপক্ষ প্রার্থীদের হুমকি-ধামকি ও ভোট কারচুপির আশঙ্কায় গলায় কাফনের কাপড় ঝুলিয়ে ঘুরছেন জানিয়ে যুগান্তরকে অভিযোগ করেন জাহান আলী।তার অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে ‘কাফনের কাপড় এখন আমার একমাত্র সঙ্গী’ শিরোনামে গত ২৪ নভেম্বর বুধবার যুগান্তর অনলাইন সংস্করণে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর পুলিশ-প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ নড়েচড়ে বসেন।পরবর্তীতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালিয়ে যান নব্বই দশকের সাবেক ইউপি চেয়ারম্যান জাহান আলী।সরেজমিনে বড়গ্রাম ইউয়নে গিয়ে বীর মুক্তিযোদ্ধা জাহান আলীর ব্যাপক জনপ্রিয়তা লক্ষ করা যায়।
জাহান আলীর নির্বাচনী মাঠের কর্মী সাইফুল যুগান্তরকে বলেন, প্রশাসনের কাছে আমরা বলেছিলাম ভোটারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। প্রশাসন আমাদের কথা শুনেছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।আমাদের প্রার্থী জয়লাভ করেছে।
চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রসঙ্গে জাহান আলী যুগান্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, মানুষের কাছে ভোট চেয়েছি। এলাকাবাসী আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট দিয়েছে।সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমি জয়লাভ করেছি।এই জয় এলাকাবাসীর উদ্দেশে উৎসর্গ করে দিলাম।
প্রসঙ্গত, সদ্যসমাপ্ত বড়গ্রাম ইউনিয়ন নির্বাচনে জাহান আলীর প্রতিপক্ষ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান সিদ্দিক, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ছাইফদ্দিন আহমেদ বাবুল।