ভাদুঘর দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া, 25 November 2021, 475 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার গভর্নিং বডির  নির্বাচন ২০২১ইং সফল ভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ভোট শেষে প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা করা হয়। গণনা শেষে বিকাল ৫টায় নির্বাচনী ফলাফল ঘোষনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জীবন ভট্টাচার্য। মনোনীত প্রার্থীদের মধ্যে জনাব মহসিন সর্দার পাঞ্জাবী মার্কা প্রতীকে ২১৩ ভোট, আনোয়ার পারভেজ তৌহিদ বই প্রতীকে ১৯৯  ভোট  এবং শেরে আলম আনারস মার্কা প্রতীকে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ৫ জন প্রার্থী অংশ নেয়। প্রার্থীরা হলেন, আনোয়ার পারভেজ তৌহিদ, মহসিন সর্দার, হারুনুর রশিদ হারু, হেলাল উদ্দীন দুলাল ও শেরে আলম। হেলাল উদ্দিন দুলাল মোরগ মার্কা প্রতীকে ১৬২ ভোট এবং হারুনুর রশিদ হারু ৯৬ ভোট পায়। মাদ্রাসার পুরুষ ও মহিলা মোট ভোটার সংখ্যা ৭শত ৯৫জন। নির্বাচনে মোট ভোটার- ৭৯৫জন।
নির্বাচনে মাদ্রাসার অধ্যহ্ম একরাম হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জীবন ভট্টাচার্য সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেন। প্রশাসনের পক্ষ থেকে এস,আই, ইব্রাহিম আখন্দ সঙ্গীয় ফোর্সদের নিয়ে নিষ্ঠা ও সচ্ছতার সহিত দায়িত্ব পালন করেন।