১৫ নভেম্বর থেকে ভারতীয় পর্যটন ভিসা চালু: বিক্রম দোরাইস্বামী

ব্রাহ্মণবাড়িয়া, 9 November 2021, 363 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল,ব্রাহ্মণবাড়িয়া : আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত।
মঙ্গলবার (০৯ নভেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আখাউড়া চেকপোষ্টে ভারতে যাওয়ার সময় একথা বলেন।
তিনি বলেন, কোভিড পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে। তবে শুধুমাত্র আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের জন্য দেওয়া এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে। পর্যায়ক্রমে বিমানের পাশাপশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।
এ সময় আখাউড়া চেকপোষ্টে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ফুল দিয়ে অভ্যর্থনা জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।