ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরন

ব্রাহ্মণবাড়িয়া, 4 November 2021, 529 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার মজিদ-নাহার ফাউন্ডেশন ৫০ জন অসহায় দরিদ্র নারীকে সেলাই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৯.৩০ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা খাঁন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন হিটুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ এম জাকারিয়া জাকির ও জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিম সুলতানা খানম নিশাত। স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থাকে। আজকের সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অসহায় নারীরা স্বাবলম্বী হতে পারবেন। মজিদ-নাহার ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ অসহায়দের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক আল আমিন শাহিন। উল্লেখ্য, মজিদ-নাহার ফাউন্ডেশন আর্ত মানবতার সেবায় বিগত ১০ বছর যাবত কাজ করে আসছে।