কসবায় অগ্নিকাণ্ডে ৮দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া, 3 November 2021, 418 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টায় এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরে প্রায় পৌনে ৩ঘন্টা দমকল বাহিনীর ৫টি ইউনিট চেষ্টা পর রাত পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ৮টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লা জেলার বুড়িচং থেকে আরও ইউনিট এই অগ্নিনির্বাপণ কাজে অংশ গ্রহণ করেন। ২ঘন্টা ৪০মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, এই ঘটনায় টিনের ও কাঠের তৈরি কাঁচা ৮টি দোকান ঘর পুড়ে গেছে। এরমধ্যে তিনটিতে ধানের, পাটের ও মরিচের গুদাম ছিল। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।