ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৯৮৩ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমাকে জেলা ঘোষনার দাবীতে আন্দোলনে শহীদ ওবায়দুর রউফ পলুর আত্মত্যাগকে স্মরনীয় করে রাখতে যাত্রা শুরু হয় সংগঠনটির।
সোমবার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। এর উদ্ধোধন করেন বিশিষ্ট শিল্পপতি, কবি ও গীতিকার দেওয়ান মারুফ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, বেলজিয়াম প্রবাসী লিটন সারওয়ার, তার স্ত্রী ধীলাল সারওয়ার, আমেরিকা প্রবাসী জয়নাল আবেদীন খন্দকার।
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ সভাপতি মো. আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক আলী মাউন পিয়াস, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন জীবন, সহ-সভাপতি আবুল হাসনাত অপু,কার্য নির্বাহী সদস্য এহসান উল্লাহ মাসুদ, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর,শরীফ আহমেদ খান, অপু হোসেন খান,আলী হায়দার তুষার, কামরুজ্জামান সবুজ,ইকরাম হোসাইন,ইয়াছিন সরকার, সদর উপজেলা কমিটির সভাপতি রাজিব হাসান, সাধারন সম্পাদক জিয়া কারদার নিয়ন, পৌর কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান অপু, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তৌছির।
পরে ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।