ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে মহসিন আকবর (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে আজমপুর রেলওয়ে স্টেশনের পাশ এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মহসিন আকবর জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। তিনি গ্রামে কৃষি-খামারির কাজ করতেন।
নিহতের পরিবার ও রেলওয়ে পুলিশ জানান, শনিবার সকালে মহসিন আকবর তার ছোট মেয়ের জামাইয়ের বাড়িতে শায়েস্তাগঞ্জ যাওয়ার কথা ছিল। সে সকালে বিষ্ণুপুর থেকে আজমপুর রেললাইনের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমূখী পারাবত এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে মহসিন আকবর মারা যান।
এব্যাপারে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মহসিন নামের এক ব্যক্তি পারাবত এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মারা গেছে। ঘটনাস্থল থেকে নিহত মহসিন আকবরের মরদেহ পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছে।