ডাকাতির অভিযোগে ভেনিস এয়ারপোর্টে বাংলাদেশী গ্রেফতার

প্রবাসী খবর, 28 October 2021, 410 বার পড়া হয়েছে,
প্রবাস ডেস্ক : ডাকাতির অভিযোগে এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে ভেনিস বিমান বন্দর পুলিশ।জানাযায় বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে তুর্কি এয়ারলাইন্সে গত ২৫ অক্টোবর সোমবার ভেনিস মার্কোপলো বিমানবন্দের অবতরন করেন। এরপর ইমিগ্রেশন পুলিশ তার সৌজন‍্য চেক করার সময় তারা আবিস্কার করে এই বাংলাদেশী ডাকাতির অভিযোগে অভিযুক্ত এবং যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ইতালীর আদালত তাকে ২ বছর ৩ মাসের জেল দিয়েছে । জানাযায় ২০১৪ সালের ডিসেম্বরে মেস্ত্রেতে সংঘটিত গুরুতর একটি ডাকাতির জন্য তাকে ২ বছর ৩ মাসের কারাদণ্ড দেয় আদালত।
বিমান বন্দরে তাকে গ্রেপ্তার করে সরাসরি সান্তা মারিয়া মাজ্জোরে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায় সে ফিনকানতিয়েরীতে কাজ করতো। তার নামের প্রথম অক্ষর M K, বয়স ৩০ বছর।