আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একাকিত্বে অভিমান করে আত্মহত্যা করলেন মধু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি।
মধু মিয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ বসতঘরে বাঁশের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মধু মিয়ার পরিবার সূত্রে জানা যায়, প্রায় বিশ বছর আগে মধু মিয়ার প্রথম স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়। ওই সংসারে তার দুই মেয়ে ও এক ছেলে ছিল। পরে তিনি পুনরায় আবার এক প্রবাসী মহিলাকে বিয়ে করেন। বিয়ের পর ২য় সংসারেও তাদের ঘরে আবার যমজ সন্তান জন্ম নেন। পরে হঠাৎ মধুর দ্বিতীয় স্ত্রী জর্ডানে চলে যান। তার স্ত্রী জর্ডান গিয়ে মধু মিয়াকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেন। দুইজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে মধু মিয়া মানসিক ভাবে ভেঙে পড়েন। মধু মিয়া দুই মেয়েকে বিয়ে দিয়েছেন ও একমাত্র ছেলেকে বিদেশ পাঠিয়ে নিজে একাকিত্ব হয়ে পড়েন৷
পরিবারের সদস্যরা ধারনা করছেন, মধু মিয়া হয়তো একাকিত্ব ও অভিমান করে নিজ বসতঘরে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছেন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাসান জানান, মধু মিয়ার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, একাকিত্ব ও অভিমান করে এই ব্যক্তি আত্নহত্যা করেছেন।