ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 5 December 2025, 36 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় রমেজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নবীনগর টু রাঁধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) সিএনজি স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটে৷ নিহত রমেজা খাতুন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের মৃত সুদন মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রমেজা খাতুন কিছুদিন পূর্বে ওমরা হজ্ব পালন করে এসেছেন। আজ দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ এসে ডিস্ট্রিক্ট ট্রাক এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো: ট-১৭-০৭৭১) স্থানীয় লোকজন আটক করলেও ট্রাকের চালক পালিয়ে যায়। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান, ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের পরিবারের লোকজন অভিযোগ করলে আমরা আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।