জাতীয় পার্টির অফিসে হামলা-ভাঙ্গচুরে ভিপি নুরের সমাবেশে হামলার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া, 5 December 2025, 28 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠে গণঅধিকার পরিষদের আগামী শনিবার (৬ ডিসেম্বর) মহাসমাবেশ ও প্রার্থী পরিচিতি সভা বানচালের প্রকাশ্যে ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
এতে উদ্বিগ্ন স্থানিয় বাসিন্দারা। গণঅধিকার পরিষদের এ সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে ভিপি নুরের সমাবেশে হামলার আহবান করতে দেখা গেছে।
মহাসমাবেশে আগত প্রধান অতিথি ভিপি নুরসহ তার দলের সদস্যরা ঢাকায় জাতীয় পার্টির অফিস ভাঙ্গচুর, ব্রাহ্মণবাড়িয়া আসন- ৫ নবীনগরে আওয়ামী লীগের দোসর নজরুল ইসলাম নজুকে ট্রাক প্রতিকে নমিনেশন দেয়ার প্রতিবাদে নবীনগর সংসদীয় আসনের জাতীয় পার্টির স্বঘোষিত এমপি প্রার্থী মোয়াজ্জেম হোসেন এ ঘোষনা দেন।
মোয়াজ্জেম হোসেন নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের প্রয়াত জীবন মিয়ার সন্তান। তিনি দীর্ঘ দিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িয়ে রয়েছেন।