গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
2010692 বার পড়া হয়েছে,
মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়া শান্তিবাগ এলাকায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় পৌর শ্রমিক দলের সদস্য সচিব মো. রমিজান মিয়ার উদ্যোগে শান্তিবাগ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি শিশির মিয়া, সহ–সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা শ্রমিক দলের নেতা এনায়েত হোসেন শিশু মিয়াসহ ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবুল খায়ের।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।