বিজয়নগর যুবদল নেতা জাবেদ আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

রাজনীতি, 4 December 2025, 33 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ জয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্বে আরোপিত বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে এবং তাকে পুনরায় সব সাংগঠনিক কাজে সম্পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ২২ মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবেদ আহমেদ জয়সহ কয়েকজন নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়।

কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সিদ্ধান্তে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে তিনি পুনরায় যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পেলেন।