মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গান গাওয়া বন্ধ করে দেওয়ার পর অন্ধ শিল্পী হেলাল মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে সদর উপজেলা প্রশাসন।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া অন্ধ শিল্পী হেলাল মিয়া ও তার পরিবারের সদস্যদের কার্যালয়ে আমন্ত্রণ জানান। এ সময় তিনি তাদের গান শোনেন এবং নগদ অর্থসহ শীতবস্ত্র প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান রাশেদ।
হেলাল মিয়া প্রায় ৫০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুক্ত মঞ্চে গান গেয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তার এই শিল্পীজীবনে সঙ্গে যুক্ত আছে পরিবারের অন্য সদস্যরাও। জেলার সদর উপজেলার রাজঘর গ্রামের এই পরিবারে মোট ১৩ জন সদস্যের মধ্যে ৯ জনই দৃষ্টিপ্রতিবন্ধী। পরিবারের উপার্জনক্ষমদের মধ্যে হেলাল মিয়া, তার চার ছেলে ও এক মেয়ে—সবারই দৃষ্টিশক্তি নেই। তবুও তারা ভিক্ষা নয়, গান গেয়েই চালান বড় সংসার।
গত বুধবার কিছু ব্যক্তির বাধা পেয়ে তারা মুক্ত মঞ্চে গান গাওয়া বন্ধ করেন। ঘটনাটি জানার পরই তাদের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া জানান, মানবিক বিবেচনায় প্রশাসন তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।