ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পাইপগান উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া, 3 December 2025, 24 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পাইপগান উদ্ধার করেছে র‌্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি যৌথ আভিযানিক দল গত ২ নভেম্বর আনুমানিক রাত ২১.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের ভাদুঘর শান্তিনগর এলাকার নতুন ফোর লেন রাস্তার পাশের কাশফুল বাগানের ঝোঁপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পাইপগান উদ্ধার করতে সক্ষম হয়।
আকারে ছোট হওয়ায় এটি বহনে ও ব্যবহারে সুবিধা রয়েছে। নাশকতার কাজে উক্ত অস্ত্রটি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাইপগানটি জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত চলমান রয়েছে।