মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ৯ কেজি ওজনের একটি চিতল মাছ। ৭২০ টাকা পাইকারি দরে মাছটি বুধবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয় মৎস্য আড়তে বিক্রি করা হয়।
জেলে আনিস মিয়া জানান, মঙ্গলবার, ২৫ নভেম্বর রাতে উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে তিনি নাসিরনগর সদরের আড়তে এনে প্রতি কেজি ৭২০ টাকা কেজি দরে বিক্রি করেন।
স্থানীয় মিহির দেব জানান, নাসিরনগর উপজেলা হাওর বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। বুধবার সকালে নাসিরনগর সদরের মৎস্য আড়তে গিয়ে দেখেন আনিস মিয়া নামে এক জেলে নয় কেজি ২০০ গ্রামের একটি চিতল মাছ নিয়ে আসেন।
পরে ৭২০ টাকা কেজি দরে স্থানীয় আড়তদার সুধন দাসের কাছে মাছটি বিক্রি করা হয়। আড়তদার অবশ্য মাছটি আরো বেশি দামে বিক্রির আশা করছেন বলে জানান তিনি।