খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই নবীনগরে সংবর্ধনা অনুষ্ঠানে গান-বাজনা, সমালোচনার ঝড় 

ব্রাহ্মণবাড়িয়া, 26 November 2025, 13 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদকে মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান। সংবর্ধনা শেষে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান মনোমুগ্ধকর কয়েকটি গান পরিবেশন করেন। এতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এমন আয়োজনকে ঘিরে দলে এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বর্তমানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে যেখানে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সেখানে দলীয় প্রার্থীর উপস্থিতিতে এমন বিনোদনমূলক আয়োজনকে অনেকেই ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনা দেখা যাচ্ছে। কেউ কেউ লিখছেন, দলীয় প্রধানের সংকটময় সময়ে নেতাকর্মীদের আরও সংযত থাকা উচিত ছিল।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম বলেন, দলের চেয়ারপার্সনকে হাসপাতালে রেখে উপজেলা সভাপতির সংবর্ধনা ও গান বাজনার প্রোগ্রামে অংশগ্রহণ আমাদের মর্মাহত করেছে। বিষয়টি আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করব। এছাড়া সংবর্ধিত ব্যক্তি আলাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মনোনয়ন পাওয়া আব্দুল মান্নান অনু্ষ্ঠানটিকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আলোচনা সভা বলে দাবি করেন৷ তবে অনুষ্ঠানের ব্যানারে সুস্পষ্টভাবে সংবর্ধনা ও জনসভার কথা লিখা রয়েছে। সংবর্ধিত আলাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, তার সাথে কার ছবি আছে না আছে সে বিষয়ে আমার ধারণা নেই। সে বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আমি এতোটুকু জানি। এখানে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি দাবি করে তিনি বলেন, মনির খানতো আমাদের জাসাসের নেতা, তিনি দুইটা গান গেয়েছেন।