শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১২০ ( একশো বিশ ) কেজি গাঁজাসহ মোঃ ফরিদ মিয়া (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আটককৃত মাদক কারবারী ফরিদ মিয়া চাঁদপুর জেলার শাহরাস্তি থানার চিতোশী পশ্চিম ইউনিয়নের একাতরী ( মিজি বাড়ির) মৃত শহীদুল্লাহ’র ছেলে। থানা পুলিশের প্রেস রিলিজ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের টিমটি বুধবার ( ২৬ নভেম্বর ) রাত ১ঃ৪৫ মিনিটের দিকে কসবা থানার কুটি ইউনিয়নের কালামুড়িয়ার জনৈক কামাল মিয়ার বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লা মহাসড়কের উপর হইতে ১২০(এক শত বিশ)কেজি গাজাঁসহ উক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।