কোহিনূর আক্তার প্রিয়া: “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ”-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা ও অনুষ্ঠান আয়োজন করে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্বরঞ্জন সেন চরকা ও কুটির শিল্প ভবন, পূর্ব মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়ায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারী নির্যাতন, সহিংসতা, ও বৈষম্য দূরীকরণে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের অধিকার সুরক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধের জন্য সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শোভা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহ-সভাপতি বিভা রায় ও সাধারণ সম্পাদক সাথী চৌধুরী নারী নির্যাতনের চিত্র তুলে ধরে এর বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ার প্রয়োজনীয়তার ওপর বক্তব্য রাখেন। বিশিষ্ট সমাজসেবিকা কোহিনুর আক্তার প্রিয়া এবং অঞ্জনা আশীষ বিশ্বাস নারী ক্ষমতায়ন ও স্বাবলম্বী হওয়ার গুরুত্ব নিয়ে কথা বলেন।
আইনজীবী মিলি রহমান এবং কবি শিরিন আক্তার নারী নির্যাতন দমন আইন এবং আইনি সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য লক্ষ্মী দাস ও সমাজকল্যাণ সম্পাদক নুরুন্নাহার বেগম।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে পরিষদের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। সময় টিভির ক্যামেরাম্যান হৃদয় পাল অনুষ্ঠানটির সংবাদ সংগ্রহ করেন।
অনুষ্ঠানে বক্তারা অঙ্গীকার করেন যে, তারা নারীদের নিরাপদ ও সমঅধিকার নিশ্চিত করতে তাদের কার্যক্রম আরও জোরদার করবেন।