আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 26 November 2025, 53 বার পড়া হয়েছে,

কোহিনূর আক্তার প্রিয়া: “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ”-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা ও অনুষ্ঠান আয়োজন করে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্বরঞ্জন সেন চরকা ও কুটির শিল্প ভবন, পূর্ব মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়ায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে নারী নির্যাতন, সহিংসতা, ও বৈষম্য দূরীকরণে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের অধিকার সুরক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধের জন্য সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

​বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শোভা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​সহ-সভাপতি বিভা রায় ও সাধারণ সম্পাদক সাথী চৌধুরী নারী নির্যাতনের চিত্র তুলে ধরে এর বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ার প্রয়োজনীয়তার ওপর বক্তব্য রাখেন। ​বিশিষ্ট সমাজসেবিকা কোহিনুর আক্তার প্রিয়া এবং অঞ্জনা আশীষ বিশ্বাস নারী ক্ষমতায়ন ও স্বাবলম্বী হওয়ার গুরুত্ব নিয়ে কথা বলেন।

আইনজীবী মিলি রহমান এবং কবি শিরিন আক্তার নারী নির্যাতন দমন আইন এবং আইনি সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য লক্ষ্মী দাস ও সমাজকল্যাণ সম্পাদক নুরুন্নাহার বেগম

​অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে পরিষদের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। সময় টিভির ক্যামেরাম্যান হৃদয় পাল অনুষ্ঠানটির সংবাদ সংগ্রহ করেন।

​অনুষ্ঠানে বক্তারা অঙ্গীকার করেন যে, তারা নারীদের নিরাপদ ও সমঅধিকার নিশ্চিত করতে তাদের কার্যক্রম আরও জোরদার করবেন।