গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1971203 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সড়ক বাজার এলাকা থেকে মেহেদী হাসান সিয়াম (১৬) নামের বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়। এরপর থেকে কিশোরের খোঁজ মিলেনি। ছেলেটি নিজের নাম “মেহেদী হাসান সিয়াম” এবং গ্রামের নাম বলতে পারে।
কিশোরের পরিচয়:
নাম: মেহেদী হাসান (সিয়াম)
বয়স: ১৬ বছর
গায়ের রং: ফর্সা
উচ্চতা: ৪ ফুট ৯ ইঞ্চি
পিতা: আব্দুল ওয়াদুদ
ঠিকানা: গ্রাম: মোগড়া, পোস্ট: গঙ্গাসাগর, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। যোগাযোগ: আব্দুল ওয়াদুদ: 01313-283771, 01334-579747
কেউ কিশোরটি সন্ধান পেলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।আপনার একটি শেয়ার হয়তো একটি পরিবারকে তাদের সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারে।
মানবিক কারণে সকলের সহযোগিতা কামনা করছি।