আশুগঞ্জে চুয়াল্লিশ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 21 November 2025, 60 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক অভিযান চালিয়ে মোঃ দেলোয়ার হোসেন (২৬) নামের এক মাদক কারবারীকে ৪৪ ( চুয়াল্লিশ ) কেজি গাঁজা ও একটি পিকাপসহ গ্রেপ্তার করেছে। শুক্রবার ( ২১ শে নভেম্বর ) দুপুর ১২ঃ৩০ মিনিটের দিকে থানা এলাকার চরচারতলা এলাকায় তল্লাশী চালিয়ে তাকে আটক করে। মাদক কারবারি দেলোয়ার নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া বড়বাড়ি মৃত আব্দুল সোবহানের ছেলে। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার পীর বাড়ি এলাকায় জিল্লু মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) খাইরুল আলম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হহেছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।