নাসিরনগরে সহিংসতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 9 November 2025, 50 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪ আগস্টের সহিংসতা মামলায় আওয়ামী লীগের দুই স্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আহাদ (৭০) এবং উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী অলি মিয়া (৬০)।

রোববার (৯ নভেম্বর) ভোররাতে নাসিরনগর সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শেখ আব্দুল আহাদ ও হাজী অলি মিয়া একই এলাকার মৃত জারু মিয়ার পুত্র। শেখ আব্দুল আহাদ নাসিরনগর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং তিনি পূর্বে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ জানান, “৪ আগস্টের সহিংসতা মামলায় আহাদ ও অলি তালিকাভুক্ত আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।