বিজয়নগরে অবৈধ ভারতীয় চোরাচালানকৃত ১,৫০,০০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া, 6 November 2025, 34 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ ভারতীয় চোরাচালানকৃত ১,৫০,০০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকা থেকে পলাতক আসামী মোজাম্মেল হোসেন এর টিনসেড মুরগির দোকান থেকে অবৈধ ভারতীয় ১,৫০,০০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী কৌশলে পালিয়ে যায়।
আসামি হলেন- মোঃ মোজাম্মেল হোসেন (৩৬), পিতা- হেবজু মিয়া, দক্ষিণ সেজামুড়া, ইউপি-১০নং পাহাড়পুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।