আশুগঞ্জে বিপুল পরিমান চোরাচালানকৃত ১৪ কেজি গাঁজা, বিদেশী সিগারেট উদ্ধারসহ ৩ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 3 November 2025, 45 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমান চোরাচালানকৃত ১৪ কেজি গাঁজা, বিদেশী সিগারেট উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) সকাল ১১:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি সাদা  রংয়ের NOAH মাইক্রোবাস আটক করে।
মাইক্রোবাসে তল্লাশী করে ১ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় কাছে থাকা অবৈধ পন্থায় আনা ৩,০০০ প্যাকেটে (৩,০০০x ২০) ৬০,০০০ টি বিভিন্ন ব্রান্ডের সিগারেটের শলাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন – মোঃ আসাদুল্লাহ (৪৫), পিতা- হাজী মমতাজ মিয়া, নরসিংহপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় ১ টি নিয়মিত মামলা রুজু হয়েছে।
এদিকে সোমবার সকাল ৭:৩০ ঘটিকায় থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ গোলচত্বর হতে ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা ১৪ কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন – মোঃ নিয়াজ (২৪),পিতা- মারুফ মিয়া, নোয়াবাদী, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। মোঃ ইব্রাহিম খলিল (৪৮),পিতা- মৃত মোসলেম উদ্দিন, শাহআলী বাগ, মিরপুর, ঢাকা।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।