মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন ‘আলোর সন্ধ্যানে, ব্রাহ্মণবাড়িয়া’-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল হাসনাত আশেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আল আমিন শাহীন। সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক জনাব মো. হাবিবুর রহমান পারভেজ জরুরি কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে না পারলেও ফোনে একাত্মতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনালী সকাল সংগঠনের প্রতিষ্ঠাতা ফাহিম মুনতাসীরসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অতিথিরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আশেক বলেন, “আট বছর আগে আমরা স্কুলপড়ুয়া ছাত্র অবস্থায় সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ শুরু করেছিলাম। ২০১৭ সালের ৩০ অক্টোবর আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে মধ্যপাড়া শান্তিবাগ এলাকায় এক পরিত্যক্ত স্থানে ‘আলোর সন্ধ্যানে পাঠশালা’র কার্যক্রম শুরু করি। কিছুটা সময় কার্যক্রমে বিরতি এলেও ইনশাআল্লাহ নতুন নেতৃত্বের মাধ্যমে আবারও এগিয়ে যাবো।
তিনি আরও বলেন, “সবার সহযোগিতা পেলে আমরা একদিন এই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অলিম্পিক পর্যায় পর্যন্ত পৌঁছাতে চাই।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে। খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এই মহৎ উদ্যোগ আরও দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারি।