আশুগঞ্জে ৩০ রাউন্ড গুলি ও ১টি বিদেশী পিস্তল ১১৫ কেজি গাঁজা বিপুল পরিমান মাদক উদ্ধারসহ ২ জন গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 27 October 2025, 39 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩০ রাউন্ড গুলি ও ১টি বিদেশী পিস্তলসহ ১১৫ কেজি গাঁজা বিপুল পরিমান মাদক উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১ নং সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে প্রাইভেটকারের আরোহীদের কাছে থাকা ১টি বিদেশী AUTO CAL-7.65 m/m পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিনসহ ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, ১২ ক্যান  বিদেশী বিয়ার, ৬ বোতল EXCLUSIVE PREMIUM WHISKY উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – ইসহাক হাছান (২৩) পিতা- আতাউর রহমান প্রকাশ লিটন, রামনগর হাটি(মৃধাবাড়ী), রায়পুরা, সুমন মিয়া (৩৮), পিতা- মৃত আবুল হাসেম, চক্রধা (দক্ষিণপাড়া), শিবপুর, উভয় নরসিংদী।
আশুগঞ্জ থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় মাদক এবং অস্ত্র আইনে পৃথক দুইটি  নিয়মিত মামলা রুজু হয়েছে।