নাসিরনগরে ৪০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 26 October 2025, 50 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ৪০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থানকালে ২৫ অক্টোবর দুপুর ১৪.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে রতনপুর টু নাসিরনগরগামী রাস্তা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের দিকে ১টি সাদা রংয়ের নোয়াহ্ মাইক্রোবাস এবং ১টি নীল-
হুলুদ রংয়ের পিকআপ গাড়ি মাদকদ্রব্য গাঁজাসহ আসছে।
এ সংবাদ পেয়ে নাসিরনগর ইউপির আনন্দপুর মাধবপুর টু নাসিরনগরগামী রোডে দুপুর আনুমানিক ১৪.৪৫ ঘটিকার সময় চেক পোষ্ট পরিচালনা করার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি তাদের সাথে থাকা নোয়াহ্ গাড়ি ও পিকআপ গাড়ি রাস্তায় ফেলে দৌঁড়ে পলানোর চেষ্টাকালে ৩ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের কাছে থাকা মাইক্রোবাসে এবং পিকআপ গাড়িতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে।
পরবর্তীতে তাদের কাছে থাকা গাড়ির ভিতর থেকে ৪০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – মোঃ সাজিদ মিয়া (২৩), পিতামৃত আরজু মিয়া, জারুলিয়া গাজীপুর ইউপি, চুনারুঘাট, হবিগঞ্জ, স্বপন মিয়া (৩২), পিতা- মৃত জিল্লুর হক, বড়বাড়ি, দেওয়ারগাছ ইউপি, চুনারুঘাট, হবিগঞ্জ এবং ছাব্বির মিয়া (২৭), পিতা লুতু মিয়া, আতুনডা, চুনারুঘাট, হবিগঞ্জ।
আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপ ও নোহা গাড়িতে নিজেদের আওতায় রেখেছিল।
র‌্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।