ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং জেলা ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আকতার হোসাইনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৯টায় হাসপাতালের শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ড্যাবের জেলা সভাপতি ডা. মকবুল হোসেন এবং সঞ্চালনা করেন ডা. আকতার হোসাইন।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মনির হোসেন, ড্যাবের উপদেষ্টা ও সাবেক সিভিল সার্জন এএসএম মুছা খান, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পিবি রায় সুপ্রিয়, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. জুনাইদুর রহমান লিখন, জেলা বিএনপির সদস্য ডা. শারমিন সুলতানা, ড্যাবের সদস্য ডা. শিরিন সুলতানা, ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. সাইমন, ডা. উপল, ডা. আনোয়ারুল হক শ্যামল, ডা. আবু হামেদ বাবু, ডা. ফরিদা পারভীন নিপা, ডা. জাকারিয়া, ডা. মেহেদী হাসান সোহাগ ও ডা. সারুয়ার প্রমূহ৷
ড্যাব সভাপতি ডা. মকবুল হোসেন বলেন, “ডা. আকতারের বিরুদ্ধে তৌহিদা শারমীনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্তে প্রমাণিত হয়েছে যে অভিযোগটি মিথ্যা। এরপরও তিনি ফেসবুকে অপপ্রচারের মাধ্যমে আমাদের আঘাত করছেন। এ ধরনের অপশক্তি প্রতিহত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ২১ এপ্রিল তৌহিদা শারমীন ডা. আকতার হোসাইনের বিরুদ্ধে ভূল চিকিৎসা এবং রোগীর এটেনডেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগ জেলা সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিল করেছিলেন। অভিযোগের ভিত্তিতে জেলা সিভিল সার্জন অফিস একটি তদন্ত কমিটি গঠন করলেও তিনি কমিটির সামনে উপস্থিত হননি। পরে ১৫ অক্টোবর পুনরায় একই অভিযোগ দায়ের করেন।