
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ( উত্তর ) ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে । রবিবার (৫ অক্টোবর) দুপুরে গ্রামটির পশ্চিম পাড়ায় মাষ্টার বাড়িতে এই দুই ভাই বোনের মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহতরা অত্র গ্রামের মোঃ সাদ্দাম মিয়ার ছেলে মোঃ শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।
এ ব্যাপারে জানতে চাইলে অত্র এলাকার ৭ নং ওয়ার্ডের (জনপ্রতিনিধি) মোঃ আবু জামাল মেম্বার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহত ভাই বোন দুজনই দুপুরে খেলতে খেলতে হয়তো কোন এক সময় সবার চোখ ফাঁকি দিয়ে তাদের বাড়ির পাশের পুকুরের গোসল করার ঘাটলার পাশে পানিতে পড়ে পানির নিচে তলিয়ে যায়। এক প্রতিবেশী ঐ পুকরে গোসল করতে পানিতে নামলে তার পায়ে হঠাৎ তলিয়ে যাওয়া একটি মৃতদেহ লাগলে তিনি চিৎকার করে উঠেন। পরে সকল প্রতিবেশীরা ছুটে এলে অন্য মৃতদেহটিও পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা -নিরীক্ষা করে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম বলেন, এ ব্যাপারে আমরা অবগত রয়েছি। দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থাকলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নতুবা দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় যথাযথ আইন অনুযায়ী একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে।