ইতালির ভিচেনজা প্রদেশের ম্যাগ্রে’তে শিশু নির্যাতনের ভিডিও, অভিভাবকদের চরম ক্ষোভ

প্রবাসী খবর, 29 September 2025, 54 বার পড়া হয়েছে,
প্রবাসী প্রতিবেদক : ইতালির ভিচেনজা প্রদেশের ম্যাগ্রে শহরের প্রাইভেট নার্সারি “Primi Passi”–তে শিশু নির্যাতনের ভয়াবহ ভিডিও প্রকাশিত হয়েছে, যা কারাবিনিয়ারির লুকানো ক্যামেরায় ধারণ করা হয়েছিল।
– ভিডিওতে দেখা যায়, এক শিক্ষিকা ৩ বছরের কম বয়সী শিশুকে জোরে মাটিতে ছুঁড়ে ফেলে এবং পরে তার পিঠে পা রাখে।
আরও ফুটেজে দেখা যায়: শিশুদের ধাক্কা দেওয়া, অপমান করা, শীতের মধ্যে বাইরে দাঁড় করিয়ে রাখা, দেরিতে ডায়াপার পরিবর্তন করা, এমনকি সহপাঠীদের সামনে লাঞ্ছিত করা।
এ ঘটনায় দুই শিক্ষিকা জিয়াদা দেগানেল্লো (২৮) ও ফ্রানচেসকা কোর্রা (২৯) মে মাসে গ্রেপ্তার হয় এবং বর্তমানে গৃহবন্দি আছেন।
তদন্তকারীরা জানান, অভিযোগ উঠার পর প্রাক্তন এক কর্মীর সহযোগিতায় ভিডিও প্রমাণ সংগ্রহ করা হয়।
দুই শিক্ষিকা ইতিমধ্যে তাদের শেয়ার বিক্রি করেছেন এবং শিক্ষকতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের আইনজীবী দাবি করেছেন, ঘটনাগুলো “স্ট্রেসের কারণে ঘটেছে, কিন্তু নিন্দনীয় ভুল।
এখন পর্যন্ত ১৬ শিশুর পরিবার আদালতে সিভিল পার্টি হিসেবে দাঁড়ানোর এবং ক্ষতিপূরণ দাবি করার সুযোগ পাবে।