ব্রাহ্মণবাড়িয়া তিতাস রোটারি ক্লাবের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া, 11 September 2025, 49 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: প্রয়াত ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মরহুমা হাসনা বেগমের রূহের মাগফেরাত কামনায় রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক রোটারিয়ান সদস্য ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারিয়ান ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম পিএইচএফ। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জহিরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ডাঃ এ বি এম মুসা চৌধুরী পিএইচএফ, ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, সেক্রেটারি মো: মনিরুল আলম, ট্রেজারার মো: শাহাজাদা পিএইচএফসহ একাধিক রোটারিয়ান চিকিৎসক, প্রকৌশলী ও সমাজসেবক।

দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মরহুম মাসুদ রানা খানা কমপ্লেক্স। কোরআন খতম ও বিশেষ মোনাজাত শেষে ক্লাবের পক্ষ থেকে এতিম শিশুদের সাথে মিলনমেলা ও নৈশভোজের আয়োজন করা হয়।

আয়োজনে বক্তারা প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্লাবের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য স্মরণীয় আবহ সৃষ্টি করে।