ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ড্যাবের আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া, 2 September 2025, 65 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির পালন করা হয়।

মিছিলটি জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকতার হোসাইনসহ আরও উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. জাকিয়া সুলতানা রুনা, ডা. মাইনুল হক উপল, ডা. শারমিন সুলতানা, ডা. ফরিদা ইয়াসমিন প্রমূখ।

এছাড়াও সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল মিয়া, সিনিয়র সহসভাপতি মো. সালাউদ্দিন, টেকনোলজিস্ট পরিষদের সভাপতি জহিরুল হক, ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন, ইনামুল হক, বিএনএ’র সভাপতি কোহিনূর বেগম, সাধারণ সম্পাদক নাছিমা বেগমসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঐতিহাসিক গুরুত্বের দিন হিসেবে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকার আহ্বান জানান।