
গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1753661 বার পড়া হয়েছে,
এরআগে, চলন্ত অবস্থায় আশুগঞ্জ রেলস্টেশনের আউটারে ট্রেনটির পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশন ঢোকার মুুহূর্তে ট ও ঠ বগির মাঝখানে আলাদা হয়ে যায়। এতে পেছনের পাঁচটি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ প্রবেশ করে। পরে ট্রেনের বাকি অংশ নিয়ে আশুগঞ্জ স্টেশন থেকে ঢাকা অভিমুখে যাওয়ার পথে মেঘনা নদীর রেলসেতুর ওপর এর ইঞ্জিন বিকল হয়ে যায়।