ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া, 15 August 2025, 147 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ডক্টরস এসোসিয়েশন (ড্যাব) জেলা শাখার উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই মাহফিলটি শুক্রবার (১৫ আগস্ট) জেলা সদর হাসপাতাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ড্যাবের সভাপতি ডাঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহ সভাপতি ডাঃ আমানুল্লাহ, যুগ্ম সম্পাদক ডাঃ আকতার হোসাইন, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মনির হোসেন, ডাঃ নাবিদ আলম, ডাঃ জুনাইদুর রহমান লিখনসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল, ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন, ইনামুল হক ও আরিফ খানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাবের সভাপতি ডাঃ মকবুল হোসেন বলেন, “আমরা সবাই তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছি। আমাদের এই মিলাদ মাহফিল একদিকে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ, অন্যদিকে জাতীয়তাবাদী দলের প্রতি আমাদের সমর্থন ও সম্মানের প্রতিফলন।”

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন। মাহফিলে উপস্থিতরা দেশ ও জাতির মঙ্গল, স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি ৮১ বছরে পা দিয়েছেন।