ছাত্রদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 11 July 2025, 164 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ৫ আগস্ট ছাত্রদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহযোগী সংগঠন ইউনিয়ন যুবলীগের একজন স্থানীয় নেতা মোঃ সাইদুল ইসলাম (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ক্ষুদ্র বি-বাড়ীয়া এলাকা থেকে আটক করা হয়। তিনি ০৮নং ওয়ার্ড ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং মৃত সফিউল্লাহর ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, “৫ আগস্টের সহিংসতা ও একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।”

স্থানীয় সূত্র ও অভিযোগ অনুসারে, গত বছরের ৫ আগস্ট গণতন্ত্রপন্থী ছাত্রদের একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের মদদপুষ্ট সন্ত্রাসীরা হামলা চালায়। আহত হয় একাধিক শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন।

এই ঘটনার সুনির্দিষ্ট ভিডিও ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দায়ীদের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘদিন ধরেই সামাজিক ও রাজনৈতিক চাপ তৈরি হচ্ছিল।

এই গ্রেপ্তারকে আন্দোলনকারীরা স্বাগত জানিয়েছে এবং দ্রুত অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।