
মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে এক গর্বের অধ্যায় রচনা করলেন ডা. কাজী সানজিদা হক (রুমকি)। তিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ইউরোপের সর্বোচ্চ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম সম্মানজনক ইউরোপিয়ান ফেলোশিপ ইন অবস অ্যান্ড গাইনি (EFOG-EBCOG) ডিগ্রি অর্জন করেছেন।
এই সম্মানজনক সনদটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় গত শনিবার (৭ জুন) জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের কংগ্রেস সেন্টারে। বাংলাদেশের চট্রগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই প্রথমবারের মতো একজন গাইনি চিকিৎসক হিসেবে ইউরোপিয়ান ফেলোশিপ অর্জন করলেন তিনি।
বর্তমানে ডা. সানজিদা হক আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) হিসেবে কর্মরত। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
চিকিৎসা পেশায় দায়িত্বশীলতার পাশাপাশি তিনি মানবিকতার প্রতীক হিসেবেও ব্রাহ্মণবাড়িয়ায় পরিচিত। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি, তিনি গাইনি ও প্রসূতি রোগীদের আন্তরিক সেবা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় একজন মানবিক চিকিৎসক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
তার এই সাফল্যের পেছনে রয়েছে একজন সহযোদ্ধা— তার জীবনসঙ্গী ডা. আশরাফুল আলম স্বপন, যিনি বর্তমানে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও হিসেবে কর্মরত আছেন।