প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া’র দশম প্রতিষ্ঠাবার্ষকী উৎযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, 21 June 2025, 246 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : সামাজিক ও মানবিক সংগঠন প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকেল ৪ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া কাউতলিস্থ স্বপ্নতরী কনভেনশন হলে জমকালো আয়োজনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া’র কর্ণধার কোহিনূর আক্তার প্রিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল, প্রফেসর নর্থ সাউথ ইউনিভার্সিটি রাষ্ট্র বিজ্ঞান বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোজাফ্ফর হোসেন, অফিসার ইনচার্জ সদর মডেল থানা ব্রাহ্মণবাড়িয়া। স্বপ্নতরী সমাজ কল্যান সংস্থার কর্ণধার তাহের উদ্দিন ভূৃঁইয়া, কবি হুমায়ূন কবির, জনতার খবর এর সম্পাদক আদিত্ব্য কামাল, রঙধনু বিউটি পার্লারের কর্ণধার শাহীন আজীজ, আসক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি নাইমা আহমেদ উর্মী, তোফাজ্জল হোসেন জীবন, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া’র নির্বাহী সম্পাদক আবদুল্লাহ্ আল-নাঈম, বিশিষ্ট শিক্ষানুরাগী আফজালুর রহমান রিপন, অংকুর শিশুকিশোর সংগঠনের কর্ণধার আনিসুর রহমান রিপন, কবি শিরিন আক্তার, কবি মাশরেকী শিপার, কবি ইউনূস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঁখিনূর, লাভলী বিউটি পার্লারের কর্ণধার লাভলী আক্তার, রেডরোজ বিউটি পার্লারের কর্ণধার পিংকী প্রিয়া, কবি ওমর ফারুক, শিক্ষক হাসান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন। সঞ্চালনায় ছিলেন, আবদুল মতিন শিপন। কোরআন থেকে তিলাওয়াত করেন শাহ-আলম পালোয়ান। অনুষ্ঠান সহযোগী ছিলেন, মামুন, রাসেল খন্দকার, আলাউদ্দিন, হাকিম, যুবরাজ, আলি হোসেন, বন্যা সাহা, সাদিয়া, শুভ, সোহা, ফাহমিদা নূর জান্নাত নূর, শাহরিয়ার আহমেদ শুভ।

প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক প্রধান করেন সেবা ঐক্য ফোরাম বাংলাদেশ।