শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজনগরে থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩রা মে ) ২০২৫ ইং ০৯ঃ২০ মিনিটের দিকে মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবাসহ মোঃ রবিউল (২৫) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবারি রবিউল জেলার বিজয়নগর থানার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের উত্তরপাড়ার মোঃ ফিরোজ মিয়ার ছেলে। পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানা যায়,থানা পুলিশ অভিযান চালিয়ে বিজয়নগর থানার ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর উত্তরপাড়ার মামুন মিয়ার বাড়ীর দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে আটককৃত আসামীকে উল্লেখিত মাদকসহ গ্রেফতার করে। এবং আটককৃত মাদক জব্দ তালিকামূলে জব্দ করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স আসামীর বিরুদ্ধে গৃহিত ব্যাবস্থা অনুযায়ী বিজয়নগর থানার মামলা নং-০৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ গ্রহন করে ব্যাবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।