বিজয়নগরে মাদকসহ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 2 May 2025, 20 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ মোটরসাইকেল আরোহী মো. নূরুল হক ভূঁইয়া (৪০) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত আনুমানিক ২টায় বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রিয় জামে মসজিদ ও নুরুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নূরুল হক ভূঁইয়া পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রোকন উদ্দিনের ছেলে।
অভিযান পরিচালনা করেন এসআই মশিউর রহমান খান, এসআই নাফিজুল ইসলাম, এএসআই হাসান মাহমুদ আবেদীন ও সঙ্গীয় ফোর্স।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির দখল ও হেফাজত হইতে ৪৫০ বোতল স্কপ সিরাপ, ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি এ্যাপাচি আরটিআর- ১৬০ সিসি মোটর সাইকেল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।