পৌরসভার বিল্ডিং কোড আইন অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া, 21 April 2025, 21 বার পড়া হয়েছে,
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আইন ও বিল্ডিং কোড অমান্য করিয়া কোন প্রকার জায়গা না ছাড়িয়া বে-আইনী, জোর পূর্বকভাবে মো: ইয়াসিন মিয়ার সীমানার সাথে ঘেষিয়া অবৈধ ভাবে বিল্ডিংয়ের নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে মধ্যপাড়া শান্তিবাগের আবদুর রউফ মিয়ার ছেলে ইয়াছিন মিয়ার বিরুদ্ধে।
সোমবার (২১ মে) পৌর প্রশাসক বরাবর অভিযোগ করেন. মোঃ ইয়াছিন মিয়া।
অভিযোগে উল্লেখ্য করেন, আমার মালিকানাধীন জায়গার পূর্ব পাশের বাসিন্দা, তিনি পৌরসভার বিধি মোতাবেক কোন প্রকার জায়গা না ছাড়িয়া এবং পৌরসভার আইন, বিধি এবং বিল্ডিং কোড অমান্য করিয়া, পৌরসভার কোন বিধি অনুসরন না করিয়া এবং আইনকে বৃদ্ধাংগুলি প্রদর্শন করিয়া সম্পূর্ণ অন্যায়, ও বে-আইনী, জোর পূর্বক ভাবে উক্ত বহুতল ভবন নির্মান কাজ করতেছেন।
পৌরসভার আইন, বিধি এবং বিল্ডিং কোড অনুসরন না করিয়া এবং পৌরসভার নিয়ম মোতাবেক আড়াই থেকে ৩ ফুট জায়গা ছাড়ার কথা থাকিলেও তিনি কোন প্রকার জায়গা না ছাড়িয়া এবং পুকুরের মধ্যে পাইলিং কাজ করিয়া বে-আইনী ও জোর পূর্বক ভাবে বিল্ডিং প্ল্যান ও বিধি বহির্ভূত ভাবে বিল্ডিং করায়, মৌখিক ভাবে বাধা নিষেধ দিলেও তিনি আমার বাধাকে উপেক্ষা করিয়া তার মনগড়া ভাবে এবং সম্পূর্ণ গায়ের জোরে উক্ত বিল্ডিংয়ের নির্মাণ কাজ চালাইয়া যাইতেছে।
ইয়াসিন মিয়া জোর পূর্বক ও অন্যায় ভাবে নির্মাণাধীন বিল্ডিং এর কাজ বন্ধ রাখার জন্য পৌর প্রশাসক কাছে ভুক্তভোগি মো: ইয়াসিন মিয়া অভিযোগ জানায়। ইতিপূর্বে বিবাদীও আমার কথাবার্তা মনোমালিন্য হলে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে, দুই পক্ষের মাঝে ১৫০ টাকার স্টাম্পে সমঝোতা চুক্তি হয়।
যা অভিযুক্ত ইয়াসিন মিয়া অমান্য করে আমার বিল্ডিংয়ের সাথে ঘেষা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগের বিষয়ে পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।