ব্রাহ্মণবাড়িয়া বিপুল ভারতীয় মেহেদী এবং কসমেটিকস সামগ্রী আটক

ব্রাহ্মণবাড়িয়া, 21 March 2025, 59 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় মেহেদী এবং কসমেটিকস সামগ্রী আটক।
শুক্রবার (২১ মার্চ) আনুমানিক ২:১৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১ এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারতীয় মেহেদী-৩১,০০০ পিস এবং কসমেটিকস্ সামগ্রী-৪,৫৭৬ পিস আটক করতে সক্ষম হয়।
আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য ৪২,৯০,০০০ টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।