
মো. আজহার উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিনের বিরুদ্ধে ফরিদ মিয়া (৬০) নামের এক কৃষককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ মিলেছে।
শুক্রবার (৭ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার দক্ষিণ তারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফরিদ মিয়া শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া সফরের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে।
হাসপাতাল ও ঘটনাসূত্রে জানা যায়, আহত ফরিদ মিয়ার চাচা আব্দুল আলীমের নামে ৬৭ শতাংশ ভূমির জায়গা নামজারি খতিয়ান করলে ফরিদ মিয়া সহকারী কমিশনার ভূমি আশুগঞ্জে উক্ত নামজারি খতিয়ান বাতিল করান। উক্ত বাতিল নামজারি খতিয়ান দিয়ে ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন ও আব্দুল আলীম যোগসাজশ করে চেয়ারম্যারের এক ঘনিষ্ঠ ব্যক্তির নামে দলিল করেন। এই দলিল দিয়ে চেয়ারম্যান জোর করে জায়গা দখলে নিবে অথবা ১০ লাখ টাকা চাঁদা দিলে এই জায়গা থেকে সরে যাবে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফ উদ্দিন চৌধুরী।
আহতের ছেলে রাকিব বলেন, আজ বিকেলে চেয়ারম্যান সাইফ উদ্দিন ও তার ভাই ইমান উদ্দিন-আলাউদ্দিন পূর্বের দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ফরিদ মিয়াকে মারধোর করে রক্তাক্ত করেন৷ পরে স্থানীয়রা ফরিদ মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, মারধোরের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করবো।